শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫

তেতুলতত্ত্বে (Theory of Tamarind) চ্যালেঞ্জ প্রদানকারী কওমি মাদরাসায় বলাত্কারের ৪-টি ঘটনাচিত্র ও মনে জাগা প্রশ্ন : : ৬৬

তেতুলতত্ত্বে (Theory of Tamarind) চ্যালেঞ্জ প্রদানকারী কওমি মাদরাসায় বলাত্কারের ৪-টি ঘটনাচিত্র ও মনে জাগা প্রশ্ন :
মাও. শফির "তেতুলতত্ত্বে" (Theory of Tamarind) মহিলাদের দেখলে নাকি পুরুষের জীবে জল আসে। কিন্তু কওমি মাদরাসার বলাত্কারের কয়েকটি ঘটনায় প্রশ্ন- সমসেক্সের ছেলেদের দেখেও মাওলানাদের ’জীবে জল’ এলো কিভাবে? যার কয়েকটি উদাহরণ নিম্নরূপ- (সূত্র : আমাদের সময়)
ঘটনা : ১ : কুষ্টিয়ায় হেফাজত-নিয়ন্ত্রিত কওমি মাদ্রাসায় ৯ বছর বয়সী ছাত্র আবদুল্লাহকে বলাত্কারের চেষ্টা করেছেন সমকামী কওমি-শিক্ষক মোহাম্মদ তানভীর।
ঘটনা : ২ : পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার গোয়ালদিঘী নেছারিয়া ছালেহিয়া দাখিল মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্র সেলিমকে মাদ্রাসার কৃষি বিভাগের শিক্ষক ও বোর্ডিং সুপার মো. মুক্তারুল আলম বলাত্কার করেন চলতি বছরের ২৪ জানুয়ারি।
ঘটনা : ৩ : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নুরুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসার সুপার আবুল হাসেম চলতি বছর জুনে ছাত্র ওমর ফারুককে বলাত্কার করে।
ঘটনা : ৪ : ঝিনাইদহের আল ফারুক একাডেমি মাদ্রাসার এক ছাত্রকে বলাত্কারের ঘটনায় গত বছরের জুন মাসে মাদ্রাসাটির শিক্ষক হাফেজ মো. হাসানুজ্জামানকে পুলিশ গ্রেপ্তার করে।
তাহলে কি নারীদের মতো অল্পবয়সী ছেলেদের রক্ষার জন্যেও তাদের বোরকা পড়াতে হবে? বিশেষ করে কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের?
Moral of the story : উপর্যুক্ত ঘটনা তেতুলতত্ত্ব (Theory of Tamarind)-কে চ্যালেঞ্জ প্রদান করে ও মাওলানারা কখনো 'ধ্বজভঙ্গ' (ধ্বজ = পতাকা) রোগে আক্রান্ত হননা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন