শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫

১৫ আগস্টের দুখগাঁখার প্রবন্ধ # ১ বৃটেনের মাদাম তুসোর মোমের জাদুঘরে বঙ্গবন্ধু নেই কেন? : প্রবন্ধ # ৫০

১৫ আগস্টের দুখগাঁখার প্রবন্ধ # ১
বৃটেনের মাদাম তুসোর মোমের জাদুঘরে বঙ্গবন্ধু নেই কেন?
:
বঙ্গবন্ধু! যিনি যৌবনের বেশীর ভাগ সময়ই এ জাতির জন্যে জেলে কাটিয়েছেন।
হাজার বছরের পরাধীন, আপাত ভীরু, অনৈক্যে সেরা, আবেগে ভরপুর ও দখলকারী
শাসকদের ‘চিরপদলেহনকারী’ [সব সময় সরকারি দল] ‘একটি জাতি’কে ঐক্যবদ্ধ করে
‘অস্ত্র হাতে নেয়ার প্রেরণা’ যুগিয়েছেন ও স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনতে
সক্ষম করেছিলেন। যে সাড়ে তিন বছর ক্ষমতায় তিনি ছিলেন, কখনো বিদেশে টাকা
পাচার করেননি, নিজের ধানমন্ডির পুরনো ‘রংচটা ভাঙাচোরা’ বাড়িতেই অনারম্বর
জীবনযাপন করেছেন। বাংলাদেশ ও বাঙালীকে ভালবেসেছিলেন তিনি। অকপটে
‘চোরের খনি’ পাওয়ার কথা স্বীকার করেছেন ও নিজের কম্বলটিও চোরেরা চুরি
করার কারণে পাননি বলে আক্ষেপ করেছেন। কখনো ‘মিথ্যা-শাক’ দিয়ে ‘সত্য-মাছ’
ঢাকার চেষ্টা করেননি। 
:
এমন ‘নির্ভেজাল’ মানুষটিকে এদেশের কিছু লোকেরা শুধু
নির্মমভাবে হত্যা-ই করেনি, তার নামে দুনিয়ার এমন কোন ‘প্রপাগাণ্ডা’ তথা
মিথ্যাচার নেই, যা চালানো হয়নি। আজ পর্যন্ত এই মানুষটির স্মরণে জাতীয়ভাবে
কোন ‘স্টাচু’ বা ‘মূর্তি’ বাংলাদেশের কোন স্থানে আমরা স্থাপন করতে
পারিনি। যদিও অনেক বাঙালির হৃদয়ে তাঁর ‘স্টাচু’ গাঁথা আছে।
:
বিশ্বখ্যাত ‘মোমের মূর্তি’ তৈরীর উদ্ভাবক ‘মাদাম তুসো’র দু’শ বছরের
ধারাবাহিকতায় তাঁর অনুসারীরা লন্ডন ছাড়াও বিশ্বের প্রধান শহরগুলো যথা
Amsterdam, Berlin, Hollywood, Hong Kong, Las Vegas, New York, Shanghai
এবং Washington-এ স্থাপন করেছে বিশ্বখ্যাত Wax Museum of Madame
Tussauds। শুনেছি বর্ণিত ৮টি জাদুঘরই প্রায় একই মানের অর্থাৎ বিভিন্ন
সেক্টরে খ্যাতিমান ব্যক্তিত্বের নানা ভঙ্গির ‘স্টাচু’তে ভরপুর গ্যালারিগুলো। 
:
লন্ডন শহরের বর্ণিত মোমের মূর্তির জাদুঘরটি দেখার সৌভাগ্য হয়েছিল আমার। সেখানে বিশ্বের বিখ্যাত প্রায় ২০০’র অধিক মানুষের ‘অবিকল স্টাচু’ তৈরী করে রাখা হয়েছে। বিশ্বখ্যাত নেতাদের কথা বাদ দিলেও ভারতের ইন্দিরা গান্ধী, পাকিস্তানের কায়েদে আজম, বেনজির ভুট্টো প্রমুখের মূর্তি
সেখানে থাকলেও, বাংলাদেশের বঙ্গবন্ধুর ‘স্টাচু’ না থাকাতে আমরা কিছুটা
ব্যথিত ও আশ্চর্য হয়ে দায়িত্বপ্রাপ্ত ‘কিউরেটরে’র সঙ্গে যোগাযোগ করলে
তিনি জানান, বাংলাদেশ সরকার এই বিষয়ে তাদের সঙ্গে কোনরূপ যোগাযোগ বা
আগ্রহ প্রকাশ না করার কারণে তারা বঙ্গবন্ধুর ‘স্টাচু’ তৈরী করেনি।
বঙ্গবন্ধুকে অনুপস্থিত পেলেও সেখানে কিন্তু Barack Obama, Tony Blair,
Boris Johnson, Nelson Mandela, Angela Merkel, Martin Luther King,
Gandhi, Nicolas Sarkozy, Vladimir Putin, Margaret Thatcher, Salman
Khan, Amitabh Bachchan, Shah Rukh Khan, Aishwarya Rai, Albert
Einstein, Charles Dickens, Pablo Picasso, Sherlock Holmes, David
Beckham, Lewis Hamilton, Jonny Wilkinson, Muhammad Ali, Andy Murray,
Lance Armstrong, Sachin Tendulkar, Royalty, Prince Charles, The Queen,
Prince William, Diana, Prince Harry, Duchess of Cornwall, Britney
Spears, Jennifer Lopez, Madonna, Michael Jackson, Kylie Minogue, Elvis
Presley-সহ অনেক বিশ্বখ্যাত ব্যক্তিদের ‘স্টাচু’র কিন্তু কমতি নেই।
:
যারা ধারাবাহিকভাবে ‘বঙ্গবন্ধু’কে অবজ্ঞা করে তার নাম মুছে ফেলতে
চেয়েছিল, তারা তো বঙ্গবন্ধুর ‘স্টাচু’ কোথাও স্থাপন করবে না তা জানা কথা
এদেশের সকলের কাছে। বঙ্গবন্ধুর হাতে গড়া দল এখন ক্ষমতায়, এর আগেও ১০-বছর
আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। প্রধানমন্ত্রী নিজে বঙ্গবন্ধু কন্যা। আমাদের
কাছে অবাক লাগে কেন বর্তমান সরকার বিশ্বখ্যাত মাদাম তুসোর মোমের জাদুঘরে
বঙ্গবন্ধুর স্টাচু তৈরী ও স্থাপনের উদ্যোগ গ্রহণ করছে না! এই ব্যাপারে
আমরা সরকারের হস্তক্ষেপ ও বক্তব্য প্রত্যাশা করি এবং আশা করি সরকার এ
কাজটি অতি শীঘ্রই শুরু করবে।
:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন