শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫

ইসলামপন্থী দলেরা বাংলাদেশ শাসন করলে গঙ্গার পানি চাইতে পারবে না বাংলাদেশ # ৭৩

ইসলামপন্থী দলেরা বাংলাদেশ শাসন করলে গঙ্গার পানি চাইতে পারবে না বাংলাদেশ
ভারত শীত মৌসুমে ফারাক্কার মাধ্যমে পানি প্রত্যাহার করার কারণে বাংলাদেশ তখন কম পানি পায়। যদিও ইসলামপন্থী দলগুলো বলে যে, তারা ন্যায্যতার ভিত্তিতে এ পানি সমস্যার সমাধান করবেন। কোরানে পানি বিষয়ক কোন নির্দেশনা না থাকলেও, পানি বণ্টন বিষয়ক 'হাদিস' দেখা যেতে পারে এক্ষেত্রে যা নিম্নরূপ :

হাদিস : প্রাকৃতিক নালার পানি সেচকাজে ব্যবহারের বিষয়ে নবী (স.) এর সিদ্ধান্ত ছিল, আগে বা উঁচুতে যার জমি পড়বে সে পর্যাপ্ত (পায়ের গিরা পর্যন্ত) পানি তার জমিতে নেয়ার পর, ভাটির জমিতে পানি প্রাপ্তির অধিকার পাবে’’ (বুখারী-২১৮৯), প্রাকৃতিক নালার পানি বন্টন নিয়ে সমস্যা সৃষ্টি হলে নবী (স) বলেছেন, প্রথমে (উজানে) যার জমি সে পর্যাপ্ত (হাটু পর্যন্ত) পানি নাও এরপর প্রতিবেশিকে দাও (বুখারী-৪২২৪), মদিনার মাহযুরা জমিতে পানি বন্টন নিয়ে বিবাদ লাগলে নবী (স.) ফয়সালা দেন ও বলেন, ‘‘উপরের জমিতে পায়ের গিরা পর্যন্ত পানি নেয়ার পরেই নিচের (ভাটির) জমিতে পানি পাবে (মিশকাত-২৮৬৩)

উপরের হাদিস ৩টা থেকে স্পষ্ট হয় যে, ইসলামি রীতিতে পানি বন্টন হলে, ভারত শীতে আগে তার নিজস্ব জমিতে পর্যাপ্ত (পায়ের গিরা পর্যন্ত) পানি নেয়ার পরই ভাটির বাংলাদেশ পানি পাবে। সে হিসেবে শীত মৌসুমে পানি অপর্যাপ্ত বিধায় বাংলাদেশের পানি পাওয়ার সম্ভাবনা খুবই কম। যদিও বর্ষা রীতিতে বাংলাদেশকে পানি দিতে ভারত বাধ্য, যখন বন্যা আর পানিতে বাংলাদেশ টইটুম্বুর।
ইসলামি রাজনীতিবিদগণ হাদিসগুলোর তাফসির (ব্যাখ্যা) করবেন কি?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন