শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫

একুশ আগস্ট গ্রেণেড হামলায় আহতদের আর্তনাদ! : ৫৯

আজ নানা অনুষ্ঠাণের মধ্যে পালিত হচ্ছে ট্রাজিক ২১ আগস্ট গ্রেণেড হামলা দিবস। আওয়ামী লীগ ও তাদের সহযোগী দলগুলো এ দিনটি যথাযথ মর্যাদায় পালন করলেও, বিএনপি ও তাদের সমমনা দলগুলো ঐ দিন কোন কর্মসূচিই রাখেনি। এমন একটি ট্রাজিক ঘটনা তথা আইভি রহমান, আদাচাচা প্রমুখের মত সজ্জন ব্যক্তিদের জীবন উৎসর্গকে কেন বিএনপিমনা লোকদের মনকে একটুও নাড়া দিলনা, তা ভাবতে বাংলাদেশের অত্যন্ত সাধারণ মানুষ হিসেবে আমার কষ্ট লাগে। আরো কষ্ট লাগে যখন টিভিতে দেখি, ২১ আগস্ট এর হামলায় শরীরে হাজার হাজার গ্রেণেড স্প্রিন্টার নিয়ে আওয়ামী লীগের অণেক সাধারণ কর্মী এখনো চরম মানবেতর জীবন যাপন করছেন এবং অর্থের অভাবে তাদের ঠিকমত দেশে ও বিদেশে চিকিৎসা হচ্ছে না, কিংবা নিহত পরিবারের সদস্যগণ নিহদের জন্যে এখনো মাতম করছেন।

যাকে তার্গেট করে এই আক্রমনটি চালানো হয়েছিল তিনি মাণে শেখ হাসিনা বর্তমাণে ক্ষমতাসীন। যারা নিহত বা আহত হয়েছেন তাদের জীবণের বিনিময়েই হয়তো ঐদিন শেখ হাসিনার জীবন রক্ষা পেয়েছে। আক্রমণের ‘টেকনিক্যাল ছক’ দেখে মণে হচ্ছে, আইভি রহমাণের গায়ে একটি গ্রেণেড না পড়লে সেটি হয়তো শেখ হাসিনার গায়ে পড়তে পারতো এবং আইভি রহমান বেঁচে থাকলে হয়তো বর্তমান প্রধানমন্ত্রী বেঁচে থাকতেন না। সেক্ষেত্রে একথা যেকোন দৃষ্টিকোন থেকেই সত্য যে, কেবল অন্যদের আহত ও নিহত হওয়ার বিনিময়েই বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর জীবন রক্ষা পেয়েছে, এটিও হয়তো তাঁর প্রতি প্রকৃতির বিশেষ অনুগ্রহ।

বর্তমান প্রধানমন্ত্রীর একটি চমৎকার মাতৃহৃদয় বিদ্যমান, যা আমরা সাম্প্রতিক নানা কর্মকান্ড ছাড়াও পুরণো ঢাকার অগ্নিকান্ডের পর ক্ষতিগ্রস্থ ৩-দম্পতিকে মায়ের ভূমিকায় বিয়ে দেয়ার ঘটনায় প্রমাণ পেয়েছি। তা ছাড়া বিডিআর বিদ্রোহে নিহত সেনা অফিসারদের পরিবারবর্গকে যথাযথ সাহায্যও আমরা করতে দেখেছি তাঁকে। এ ক্ষেত্রে দেশের সবচেয়ে মারাত্মক ঐ গ্রেণেড হামলায় আহতরা বিশেষ করে মারাত্মক আহতগণ অবশ্যই রাষ্ট্রীয় খরচে দেশে বিদেশে উন্নত চিকিৎসার অধিকার রাখে। এবং এ কথাটি সবাই জাণে যে, বিএনপি ক্ষমতায় থাকলে এ কাজটি কখনো করবে না, মাণে করতে হবে আওয়ামী লীগ সরকারকেই। আর যে সরকারটি বর্তমান ক্ষমতায় আসীন। তাই মানবিক কারণে ২১ আগস্ট গ্রেণেড হামলায় নিহতের পরিবারকে যথাযথ সম্মান ও আর্থিক ক্ষতিপুরণ এবং সকল আহতকে দেশে বিদেশে রাষ্ট্রীয় খরচে উন্নত চিকিৎসা প্রদাণের জন্যে বাংলাদেশের একজন নিরপেক্ষ সাধারণ মানুষ হিসেবে অনুরোধ জানাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন