শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫

আমার ভাষা বিষয়ক প্রবন্ধমালা # ৫ : ভাষা প্রবন্ধ # ৫৯

আমার ভাষা বিষয়ক চিন্তন প্রপঞ্চ # ৫

(বাঙলা ভাষার আধুনিকায়ন তথা সংস্কার বিয়ষক ১০-টি পোস্টের সিরিজ)
সংস্কৃত ব্যাকরণে মৌলিক বর্ণ ৫০টি। ণ, ঞ, ষ, শ, ঈ, ঊ,ঁ, ড়, ঢ়, ঋ, য ঢ়, য, ড়, ঘ, ঝ, ঢ, ধ, ভ, শ, ৎ, ং,ঃ, ঋ বর্ণগুলো সংস্কৃত ভাষায় অত্যাবশ্যকীয় হলেও, আধুনিক বাংলা ভাষায় এর প্রয়োজনীয় আছে কিনা গভীর চিন্তার বিষয়। সংস্কৃত ব্যাকরণে ‘‘অজধীনং পরেণ’’ সূত্রানুসারে সংযুক্ত বর্ণ হতে পারে অসংখ্য।

যেমন সংস্কৃত থেকে আগত বাংলা ভাষায় বর্তমানে ল-যুক্ত সংযুক্ত বর্ণ ১০টি, ন-যুক্ত সংযুক্ত বর্ণ ১১টি, ম-যুক্ত সংযুক্ত বর্ণ ২৪টি, ঙ-যুক্ত সংযুক্ত বর্ণ ৫টি, ঞ-যুক্ত সংযুক্ত বর্ণ ৬টি, ণ-যুক্ত সংযুক্ত বর্ণ ৯টি, স-যুক্ত সংযুক্ত বর্ণ ৬টি, ষ-যুক্ত সংযুক্ত বর্ণ ৫টি, শ-যুক্ত সংযুক্ত বর্ণ ২টি, দ-যুক্ত সংযুক্ত বর্ণ ৫টি, গ-যুক্ত সংযুক্ত বর্ণ ২টি, ক-যুক্ত সংযুক্ত বর্ণ ৩টি, জ-যুক্ত সংযুক্ত বর্ণ ৩টি, চ-যুক্ত সংযুক্ত বর্ণ ২টি, ট(ট্ট), ত(ত্ত), থ(ত্থ)-যুক্ত সংযুক্ত বর্ণ ১টি করে ব্যবহৃত হয়। এ ছাড়া্য ফলা যুক্ত ৩৬টি, ব ফলা যুক্ত ১৬টি, ্র ফলা যুক্ত ২৫টি, র্ যুক্ত ১৭টি, ঙ যুক্ত ৬টি সংযুক্ত ধ্বনি ব্যবহৃত হয় বাংলায়।

সংযুক্ত বর্ণের চেহারাও বাংলায় জটিলতর। যেমন ভরউ=ভ্রম্ন, ক্ত=ক্ত, ক্ষ=ক্ষ, ঙ্ক=ঙ্ক, ঙ্গ=ঙ্গ, জ্ঞ=জ্ঞ, ঞ্জ=ঞ্জ, ণ্ড=-, ন্ড=ন্ড, ত্র্উ=ত্রম্ন, ক্র=ক্র, গ্ধ=গ্ধ, ন্থ=ন্থ, ক্ম=ক্ম, হ্ম=হ্ম, ষ্ণ=ষ্ণ, হ্ন=হ্ন, হ্ণ=হ্ণ। এভাবে জটিল যুক্তাক্ষরে ভরপুর বাংলা ভাষা। বাংলায় মোট যুক্তাক্ষর ১৮৬টি। ঋ-কার যুক্ত বাংলা শব্দ আছে মোট ৪৩৮টি। ঞ দিয়ে লেখা শব্দসংখ্যা ১৮৯টি। ক্ষ দিয়ে কমপক্ষে ১০০টি শব্দে ব্যবহার করা হয়। ঞ্জ দিয়ে লেখা শব্দ ৫৫টি। ঁ ব্যবহার নেই বললেই চলে বাংলায়, যদিও লিখিত আছে। বাংলায় মোট যুক্তাক্ষর সম্বলিত শব্দসংখ্যা ৯২৪৪টি।

এর মধ্যে র-ফলা যুক্ত মোট শব্দ সংখ্যা = ১৩৬৪টি, রেফ যুক্ত মোট শব্দ সংখ্যা = ১১৪১টি, য়-ফলা যুক্ত মোট শব্দ সংখ্যা = ৯৮২টি, ঋ-কার যুক্ত মোট শব্দ সংখ্যা = ৪৩৮টি, ব-ফলা যুক্ত মোট শব্দ সংখ্যা = ৪৪৪টি, জ্ঞ-যুক্ত মোট শব্দ সংখ্যা = ৫৫টি, ক্ষ-যুক্ত মোট শব্দ সংখ্যা = ১০০টি, ল-ফলা যুক্ত মোট শব্দ সংখ্যা = ১২৯টি, স-যুক্ত মোট শব্দ সংখ্যা = ৫১৯টি, ঙ-যুক্ত মোট শব্দ সংখ্যা = ৩৯৪টি, ঞ-ফলা যুক্ত মোট শব্দ সংখ্যা = ৫৫টি, ন-ফলা যুক্ত মোট শব্দ সংখ্যা = ১৬৯টি, ক-ফলা যুক্ত মোট শব্দ সংখ্যা = ২০৮টি, ধ-ফলা যুক্ত মোট শব্দ সংখ্যা = ১৭৯টি, খ-ফলা যুক্ত মোট শব্দ সংখ্যা = ১০টি, গ-ফলা যুক্ত মোট শব্দ সংখ্যা = ২৫১টি, ঘ-ফলা যুক্ত মোট শব্দ সংখ্যা = ১৩টি, চ-ফলা যুক্ত মোট শব্দ সংখ্যা = ১০৯টি, ত-ফলা যুক্ত মোট শব্দ সংখ্যা = ৭৫৯টি, থ-ফলা যুক্ত মোট শব্দ সংখ্যা = ১২২টি, ভ-ফলা যুক্ত মোট শব্দ সংখ্যা = ৭৪টি, ম-ফলা যুক্ত মোট শব্দ সংখ্যা = ২৫৩টি, ছ-ফলা যুক্ত মোট শব্দ সংখ্যা = ৮৬টি, জ-ফলা যুক্ত মোট শব্দ সংখ্যা = ১৪৯টি, ঝ-ফলা যুক্ত মোট শব্দ সংখ্যা = ৩টি, ট-ফলা যুক্ত মোট শব্দ সংখ্যা = ২২২টি, ঠ-ফলা যুক্ত মোট শব্দ সংখ্যা = ৯০টি, ণ-ফলা যুক্ত মোট শব্দ সংখ্যা = ৪৫টি, ড-ফলা যুক্ত মোট শব্দ সংখ্যা = ১৬৮টি, দ-ফলা যুক্ত মোট শব্দ সংখ্যা = ২৫৩টি, প-ফলা যুক্ত মোট শব্দ সংখ্যা = ১৭২টি, ফ-ফলা যুক্ত মোট শব্দ সংখ্যা = ৩২টি, ণ-যুক্ত সংযুক্ত বর্ণ ৯টি, র-ফলা, রেফ, য়-ফলা ও ঋ-কারযুক্ত শব্দ সংখ্যা যথাক্রমে ১৩৬৪, ১১৪১, ৯৮২ ও ৪৩৮টি।

ভাষা বিষয়ে জানতে আগ্রহি? তো পড়ুন পর্ব # ৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন